আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় সড়ক দর্ঘটনায় শরিফুল নামের এক ড্রাইভার নিহত হয়েছে।গতকাল আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম এলাকায় সাইকেল চালিয়ে আসার পথে মোটর সাইকেলের সাথে সংঘর্সে আলমডাঙ্গা কালিদাশপুর, উত্তরপাড়ার আফসার আলীর ছেলে মোঃ শরিফুল বিশ্বাস (৪২) গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শিরা জানান, এ সময় পাঁচলিয়া গ্রামের মৃত ইছাহকের ছেলে মাসুম দ্রুত গতিতে পালসার মোটর সাইকেল দিয়ে ধাাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে গুরুতর আহত হন শরিফুল। আহতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।মৃত্যুর খবর পেয়ে তার বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। এদিকে মোটর সাইকেলটি স্থানীয়রা আটক করে থানায় জমা দিলেও পরে নিহতের পরিবারের সাথে টাকার বিনিময়ে আপোষ করে মোটর সাইকেল নিয়ে যায়। লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়।উল্লেখ্য শ্রমিক শরিফুলের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। শরিফুল বর্তমানে আলমডাঙ্গা পৌর এলাকায় টোল আদায়ের কাজ করত,প্রতিদিন সকাল থেকে রাত অবধি টোল আদায় কাজে ব্যাস্ত থাকতে দেখা গেছে,প্রতিদিন বাইসাইকেলে করে পৌর সভার এ প্রান্ত থেকে ঐ প্রান্ত ছুটে বেড়াতে হত।আগে বেশ কিছুদিন ড্রাইভারি করেছে শরিফুল।যে মটর সাইকেলে দুর্ঘটনা ঘটে পুলিশ সেই মটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি আলমগীর কবির,তবে চালক মাসুম ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।ওসি আরও জানান, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, শ্রমিক ইউনিয়নের লোকজন মটর সাইকেল চালক মাসুমের পরিবারের সাথে আপোষ মিমাংশা করে,এবং তারা মৃতের পরিবারকে আড়াই লক্ষ টাকা দিয়েছে বলে জানাগেছে,পরে থানাকে অবহিত করলে শরিফুলের লাশ দাফনের অনুমতি দেন থানা।চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার,ওসি আলমডাঙ্গা ঘটনা স্থল পরিদর্শন করেন করেছে বলে জানাগেছে। শরিফুলের মৃতদেহ বর্তমানে কালিদাশপুরে নিজ বাড়ীতে নিয়ে আসে,এবং জানাযা শেষে দাফন সম্পন্ন করেছে বলে তার পরিবার সুত্রে জানাগেছে।
Leave a Reply