মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ডাঃ জহুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন বাওট শাপলা ক্লাব বনাম পোড়াদহ ফেন্ডস ক্লাব। খেলাটি বিকাল ৪টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু করান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, আমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারেক, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল আওয়াল দুলাল, আমলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ রিয়াজ উদ্দিন, রেজাউল হক তুফান মেম্বার, রাজিয়া পারভীন রানী, আমলা ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ সহ এলাকার গনমান্য ব্যক্তিগন। খেলায় পোড়াদহ ফেন্ডস ক্লাবকে ০৩-০২ হারিয়ে বাওট শাপলা ক্লাব ১ গোলে জয় লাভ করেন।
Leave a Reply