ইসলামী বিশ্ববিদ্যালয়
কাগজ প্রতিবেদক ॥ ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে ৪৩টি পুরোনো মনিটর। একইভাবে ভাঙারির দরে (৪১ টাকা কেজি) বিক্রি করা হয়েছে ৪৩টি পুরোনো সিপিউ, একটি টাইপিং মেশিন, প্রিন্টার ও তিনটি ফটোকপি মেশিন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ের স্টোর কক্ষ থেকে অনুমতি না নিয়েই পছন্দের ভাঙারি ব্যবসায়ীর কাছে এসব মালামাল বিক্রি করেছেন ওই কার্যালয়ের চার কর্মকর্তা। এ জন্য তাঁদের লঘুদণ্ড দিয়ে বিভিন্ন বিভাগে বদলি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই চার কর্মকর্তা হলেন এস্টেট কার্যালয়ের উপরেজিস্ট্রার টিপু সুলতান, শাখা কর্মকর্তা উকিল উদ্দীন, নাজমুল হোসাইন ও সহকারী রেজিস্ট্রার বকুল হোসেন। গত শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী আহসান স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়। তাঁদের মধ্যে টিপুকে রেজিস্ট্রারের কার্যালয়ের একাডেমিক শাখায়, উকিলকে সামাজিক বিজ্ঞান অনুষদে, নাজমুলকে পরিবেশবিজ্ঞান ও ভূগোল বিভাগে এবং বকুলকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বদলি করা হয়েছে। এস্টেট কার্যালয়ের ওই চার কর্মকর্তার বিরুদ্ধে গুদামে রক্ষিত মালামাল (পুরোনো কম্পিউটার, কাগজ ও অন্যান্য) কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করে আত্মসাৎ করাসহ তাঁদের বিরুদ্ধে নিলামে লাকড়ি বিক্রির টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে নিজের কাছে রাখার অভিযোগ করা হয়।
রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ২৬ ও ২৭ এপ্রিল এস্টেট কার্যালয় থেকে ৫০ টাকা দরে ৪৩টি পুরোনো মনিটর, ৪১ টাকা কেজি দরে ৪৩টি সিপিউ, একটি টাইপিং মেশিন, প্রিন্টার, তিনটি ফটোকপি মেশিন এবং গড়পড়তা দামে একটি পুরোনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ২৩ কেজি ওজনের ছয়টি লোহার পাইপ ও প্রায় ৫৪০ কেজি পুরোনো কাগজ বিক্রি করেন ওই চার কর্মকর্তা। শামীম নামের তাঁদের পছন্দের ভাঙারি ব্যবসায়ীর কাছে প্রায় ২০ হাজার টাকায় এসব মাল বিক্রি করেন টিপু সুলতান। এ কাজে সহযোগিতা করেন বকুল হোসেন, নাজমুল হোসাইন ও উকিল উদ্দিন। এ ঘটনায় ১৫ মে ওই চার কর্মকর্তাকে শোকজ করে কর্তৃপক্ষ। কিন্তু তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় ইংরেজি বিভাগের অধ্যাপক মামুনুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য চার সদস্য ছিলেন আইন বিভাগের অধ্যাপক রেবা মণ্ডল, অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশীষ শর্মা ও গণিত বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেন, স্টোর থেকে বিক্রি করা মালামালগুলো পরিত্যক্ত ছিল। তবে এসব মাল বিক্রি করতে হলে অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে করতে হবে। কমিটি গঠনের মাধ্যমে এসব করার বিধান আছে। কিন্তু সেটা মানা হয়নি। এ ছাড়া আরেকটি ঘটনায় নিলামে লাকড়ি বিক্রির টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে নিজের কাছে রেখেছিলেন এক কর্মকর্তা। তদন্ত কমিটির ওই সদস্য আরও বলেন, অভিযুক্ত টিপু সুলতান কমিটিকে জানিয়েছিলেন, তিনি মৌখিকভাবে অনুমতি নিয়ে এসব কাজ করেন। এ জন্য এক অফিস আদেশে টিপু ও নাজমুলকে ভর্ৎসনাসহ বদলির আদেশ দেন রেজিস্ট্রার।
টিপু ও নাজমুলকে দেওয়া চিঠিতে বলা হয়, এস্টেট কার্যালয়ের গুদামে রক্ষিত মালামাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি ও লাকড়ি বিক্রির টাকা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দেননি। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, যা খুবই দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকা একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ভর্ৎসনার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন না ঘটে, সে ব্যাপারে সতর্ক করে। উকিল ও বকুলের চিঠিতে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় যতœবান হওয়ার পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে আলী হাসান বলেন, অভিযুক্ত চারজনকে লঘুদণ্ড দিয়ে সতর্ক করা হয়েছে।
Leave a Reply