কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে মেয়াদউত্তীর্ণ কসমেটিকস এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয় করার অপরাধে ৫টি প্রতিষ্ঠান কে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দিনব্যাপী মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাদের। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয় করার অপরাধে রায়হান কসমেটিকস কে ৫ হাজার টাকা, মিতালী কসমেটিকস কে ১০ হাজার টাকা, সাজু কসমেটিকস কে ২ হাজার টাকা, বিপুল এন্ড বিজয় স্টোর কে ৫ হাজার টাকা এবং মালেক কসমেটিকস কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোছাঃ সেলিনা আখতারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
Leave a Reply