ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃষক হাফিজুর হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী এবং অন্যতম সহযোগী মোঃ সেকেন্দার আলী ও মোঃ শাহিন জোয়ার্দ্দারকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের সাধুহাটি বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সেকেন্দার আলী উপজেলা রিশখালী গ্রামের মোঃ আনছার আলী বিশ্বাসের ছেলে এবং শাহিন জোায়ার্দ্দার একই উপজেলা কেষ্টপুর গ্রামের জব্বার আলী জোয়াদ্দারের ছেলে। উল্লেখ্য, নিখোঁজের ৪ দিন পর হাফিজুর রহমান হাফিজ (৪২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। রোববার বিকালে রিশখালী-কেষ্টপুর দুবলাকুড়ির কাটাখাল থেকে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে। হাফিজ দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্দার আলীর ভাতিজা ও রিশখালী গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ৫ অক্টোবর থেকে হাফিজ নিখোঁজ ছিল। পরিবার অনেক খোজাখুজির পর তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এরপর ৭ অক্টোবর হরিণাকুন্ডু থানায় একটি জিডি করে। রোববার বিকালে গ্রামবাসী রিশখালী-কেষ্টপুর কাটাখালের পাশের মাটিতে পরে থাকা রক্ত মাখা কাপড়-চোপড় দেখে র্যাব ও পুলিশকে খবর দেয়। মাটিতে পুতে রাখা পচা ও দুর্গন্ধ মৃতদেহটি উদ্ধার করা হয়। এসময় তার দুই হাত বৈদ্যতিক তার দিয়ে বাধা ছিল এবং মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং পেটের নাড়িভুড়ি বের হওয়া ছিল।
Leave a Reply