কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক লাঞ্ছণার ঘটনায় রাজনীতিবীদ ও প্রশাসনের সব ধরণের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন। শুক্রবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সিদ্ধান্ত নেন কুষ্টিয়া প্রেস ক্লাব, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন এসোসিয়েশনের নের্তৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সুপার সহ তার সাথে থাকা কর্মকর্তারা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করে দ্রুত সভা কক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের স্বরণাপন্ন হয়েও কোন প্রতিকার পাননি। এর আগেও জেলায় কর্মরত মূলধারার সাংবাদিকরা রাজনৈতিক সভা সমাবেশে সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছণার শিকার হন। এসব ঘটনার জেলার শীর্ষ রাজনৈতিক নেতা এবং জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোন ফল পাননি সাংবাদিকরা।
ঘটনার প্রতিবাদে শুক্রবার কুষ্টিয়া প্রেসক্লাবে জরুরী সভা ডাকেন সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবুল, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, জেলা এডিটরস ফোরামের সহসভাপতি লুতফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম এ জিহাদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশরে সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক এস এম রাশেদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ বিশ্বাস, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, টেলিভিশন ক্যামেরা পার্সন এসাসিয়েশেয়নের সভাপতি আসিফ্জ্জুামান শারফু, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান, যুগান্তর প্রতিনিধি এম জুবায়েদ রিপন, বাংলা টেলিভিনের প্রতিনিধি এম লিটন উজ জামান, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দীপ্ত টেলিভিশেনের প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কতিপয় স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের প্রতিপক্ষ ভেবে তাদের ওপর হামলা, মামলা এমনকি চরিত্র হননের মত নিকৃষ্ট অপচেষ্টা চালিয়ে আসছে।
Leave a Reply