দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান টুটুল (৪৫) ওরফে বিএনপি টুটুল পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার ভোররাতে উপজেলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। সে উপজেলা বাজারপাড়ার মৃত মির্জা আলম চেনু বিশ্বাসের ছেলে। মাদক মামলায় টুটুলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড রয়েছে। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, দৌলতপুর উপজেলা বাজারপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান টুটুল নিজ বাড়ি সংলগ্ন উপজেলা বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দন্ডপ্রাপ্ত আসামি টুটুলের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য টুটুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাঁধে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানাতেও মাদক ব্যবসার একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
Leave a Reply