মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির ১২ নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছে। কোন সম্মেলন বা নেতা-কর্মীদের সাথে আলাপ আলোচনা ছাড়ায় ৪ অক্টোবর উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী ও সদস্য সচিব এমদাদুল হক এমদাদ যৌথ স্বাক্ষরে হামিদুজ্জামান মিন্টুকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদনের পর গভীর রাতে বিভিন্নস্তরের নেতা-কর্মী ওই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ কমিটি গঠনে দলীয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা এবং ত্যাগী ও যোগ্য নেতাদের অবমূল্যায়নের অভিযোগ এনে নব-গঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক বাদশা আঞ্জুমান, জাহাঙ্গীর আলম, সদস্য খারিজুল ইসলাম, আল আমিন, সবুজ আলী, শরিফুল ইসলাম, আব্দুল হালিম, তারিক, রনি, আব্দুর রশিদ গাজী, সবদুল ইসলাম পদত্যাগ করেন। এ ব্যাপারে পদত্যাগকারী যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আমরা ১২ জন নেতা-কর্মী যৌথ স্বাক্ষরে উপজেলা যুবদলের আহ্বাযক ও সদস্য সচিবের বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, সংগঠনের গঠনতন্ত্র বহিঃভূতভাবে গভীর রাতে আহ্বায়ক ও সদস্য সচিব এ কমিটি অনুমোদন দেয়। আমি এ ইউনিয়নের বাসিন্দা হওয়া স্বত্বেও তারা আমাকে না জানিয়ে গোপনে এ কমিটি গঠন করেছে। এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বলেন, ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে যুবদলের কমিটি গঠন করা হয়েছে। নেতা-কর্মীদের পদত্যাগের বিষয়টি জানতে চাইলে তিনি পদত্যাগপত্র প্রাপ্তীর কথা স্বীকার করে বলেন পদত্যাগপত্র যাদের স্বাক্ষর আছে আদৌও তারা স্বাক্ষর করেছে কিনা তা তদন্ত করে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply