খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বিজয় দশমীতে শান্তিপূর্ণভাবে বিসর্জন এর মধ্য দিয়ে শেষ হয়েছে। উপজেলায় ৬৫ টি পুজা মন্দিরে প্রতিমা উৎসব চললেও বিজয় দশমীতে ৬১টা পূজা মন্দিরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বলে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জানিয়েছেন। খোকসায় বিজয় দশমীতে উপজেলার বিভিন্ন জায়গায় বসেছিল গ্রামীন মেলা। সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল খোকসা গড়াই নদীর পাড়ে, হাজার হাজার মানুষের ভিড়ে গ্রামীণ মেলার উৎসব।গতকাল বুধবার দুপুর থেকে বিভিন্ন পূজা মন্দির থেকে প্রতিমা এনে নৌকায় তোলা হয় এবং নৌকায় নদীতে ঘুরে ঘুরে সন্ধ্যায় এসে বিসর্জন দেওয়া হয়। সে সময় প্রশাসনের কঠোর তৎপরতায় বিসর্জনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন এছাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগন নদীতে ঘুরে ঘুরে পূজা বিসর্জন দেখেন। উল্লেখ্য যে এবার খোকসা উপজেলার ৬০০ বছরের ঐতিহ্যবাহী খোকসা কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে শারদীয় দূর্গা উৎসব ব্যাপক পরিসরের উদযাপিত হচ্ছে এ মন্দিরে ১০৩ খন্ড প্রতিমা তৈরী করে পূজা চলছে যা আগামী ১০ তারিখে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এবং এটিই জেলার সর্ববৃহৎ ও ব্যয়বহুল পূজার উৎসব বলে জানায় পূজা আয়োজক কমিটি।
Leave a Reply