কাগজ প্রতিবেদক ॥ সার্বজনীন শারদীয় দূর্গাৎসব উপলক্ষে এ বছরে কুষ্টিয়া শহরে ৮১টি মন্দিরে দূর্গাৎসব চলছে। মঙ্গলবার রাতে উৎসবের শেষ মুহূর্তে কুষ্টিয়ার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। মন্দির গুলো পরিদর্শনের সময় সফর সঙ্গী ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি ব্যারিষ্টার গৌরব চাকী, বারোয়ারি পুজা মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেখা, বড়বাজার মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বিষ্ণু। কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইবির সাবেক ট্রেজারার ড. সেলিম তোহা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত মন্দির পরিদর্শনের সময় সার্বিক তত্বাবধানে ছিলেন, ব্যারিষ্টার গৌরব চাকী।
কুষ্টিয়া জেলায় মহা ধুমধামে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব আমেজে মাতোয়ারা পূজা মন্দির এলাকা গুলো। উৎসবের শেষ দিনে দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন সবাই। উৎসবের শুরু থেকেই কুষ্টিয়ার মন্ডপে মন্ডপে ভক্তদের ঢল নামে। দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা আনন্দের সাথে তাদের সময় গুলো পার করছে, গভীর রাত পর্যন্ত চলে প্রতিমা দর্শন।
এসময় সাধারন মানুষের ভিড়ে পায়ে হেটে শহরের অলি, গলির মন্দির পরিদর্শন করেন হানিফ এমপি।
পরিদর্শন কালে হানিফ বলেন, এই উৎসবে রাজা-প্রজা-ধনী গরিব সবাই সমান। আজকের দিনে হিন্দু সম্প্রদায়ের সবাই মায়ের মাছে মঙ্গল কামনা করবে। তাদের আশা দেবী সবার জন্য কল্যাণ নিয়ে আসবেন। দেবী শক্তি যেন সবার জন্য আশীর্বাদ রেখে যান। যেন সবাই মিলে মিশে ভাল থাকতে পারে।
এছাড়াও মন্দির গুলোতে কবিতায় তুলে ধরা হয় উৎসবের মর্মকথা। তাইতো অনেক মন্ডপে আয়োজন ছিল কবিতা পাঠের। ‘দেবী দুর্গা ফিরলো আবার এলো ঢাকের তালে, পুজোর খুশির রং লাগলো শিউলি ফুলের ডালে, নাচে-গানে বিভোর সবে পুজোর আয়োজন, শুভ্র আকাশের শান্ত হাওয়ায় দোলে কাশের বন, মহালয়ায় দেবীর যাত্রা কৈলাশ থেকে ধরাধামে, ভক্তবৃন্দ স্বাগতম জানাই মহামায়ার আগমনে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে সঙ্গে নিয়ে, পিতৃকূল তাকে বরণ করে উলু শঙ্খ বাদ্য বাজিয়ে। আজ সকালে শহরের পিটি আই রোডস্থ নিজ বাসভবনে মাহবুবউল আলম হানিফ এমপি দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
Leave a Reply