1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 4:59 pm

কুষ্টিয়ায় সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে আতœগোপনে সবুজ

  • প্রকাশিত সময় Tuesday, October 4, 2022
  • 97 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥  কুষ্টিয়ার কুমারখালীতে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীরা টাকা দিয়ে চাকরি না পেয়ে দিনের পর দিন ঘুরেও উদ্ধার করতে পারছেনা বিনিয়োগকৃত অর্থ। প্রতারক চক্রের মুলহোতা শেখ সবুজ আহমেদ তুষার আতœগোপন করে থাকলেও অন্যান্যরা এলাকাতেই আছে বলে জানা গেছে।

মঙ্গলবার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী আসলাম হোসেনের সাথে কথা বলে জানা যায়, একই এলাকার হক মোল্লার ছেলে লাভলু তাকে জানায়  ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সারুটিয়া গ্রামের মিরাজ শেখের ছেলে সবুজ সেনাবাহিনীতে স্টোরকিপার সহ বেশ কয়েকটি পদে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে লোক নিয়োগ দিচ্ছে। এবং লাভলুর দুলাভাই শৈলকূপা থানার উত্তর মির্জাপুরের কাঁচেরকোল গ্রামের ফরহাদ ও তার ভাগ্নে  সবুজের আস্থাভাজন হওয়ায় তাদের মাধ্যমে নিয়োগ হবে। লাভলু নিজেও টাকা দিয়েছে জানালে তিনি শৈলকূপা ফরহাদের বাড়িতে গিয়ে লাভলুর মাধ্যমে টাকা প্রদান করেন। পরবর্তীতে তিনি সহ বিভিন্ন এলাকার প্রায় ৬০ জনকে তারা ঢাকা নিয়ে যায় এবং সিএমএস এ নিয়ে গিয়ে মেডিকেল করানোর ১ ঘন্টা পর তাদের হাতে নিয়োগপত্র  ধরিয়ে দিয়ে জানানো হয় ২৪ নভেম্বর ২০২১ যোগদান করতে হবে। পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন নিয়োগপত্র ভূয়া। এরপর তিনি সহ ভুক্তভোগীরা ফরহাদকে টাকা ফেরতের জন্য চাপ দিলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। এবং ফরহাদ তাকে জানায় তার টাকা লাভলুর কাছে ফেরত দিয়েছে। অপরদিকে লাভলুকে টাকার জন্য চাপ দিলে সে ফরহাদকে দেখায়। এ বিষয়ে তিনি শৈলকূপা থানায় লিখিত অভিযোগ ও কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।  তিনি আরো জানান সবুজ ও ফরহাদ বিভিন্ন সোর্সের মাধ্যমে কুমারখালী, খোকসা, কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েকটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে মোবাইল ফোনে ফরহাদের সাথে কথা বললে জানান, সবুজ তাদের মাধ্যমে নিয়োগ বানিজ্য করে কোটি টাকা হাতিয়ে নিয়ে আতœগোপন করে আছে। তিনি ঝিনাইদহ সদর থানায় সবুজের বিরুদ্ধে মামলা করেছেন ।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ বিষয়ে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640