মনোজিৎ মন্ডল খোকসা প্রতিনিধি ॥ সকল জল্পনা কল্পনার শেষে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। বিকালে ক্ষমতাসীন দলের সভাপতির সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থায়ী জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত জানানো হয়। মনোনয়ন বোর্ডের যৌথসভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এতে ফরিদপুর-২ আসনে ছাড়াও ৭ উপজেলা, ৪ পৌরসভা এবং ২৯ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। প্রসঙ্গত খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে এ উপজেলাটির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
Leave a Reply