আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ ৫জন কর্মকর্তার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১১টায় মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা, বিদায়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, মিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ, বিদায়ী উপসহকারী কৃষি কর্মকর্তা সুকেশ রঞ্জন পাল, বিশ্বনাথ পাল, আব্দুল মালেক, ফিরোজ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে মিরপুর উপজেলা কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply