কুমারখালী প্রতিনিধি ॥ হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। আজ বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানের আয়োজনে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. শংকর মজুমদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু কুমার ঘোষ, সাধারন সম্পাদক নিত্য কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া খান জেমস, উপজেলা আওয়ামী লীগের দপ্তার সম্পাদক আশাদুর রহমান, শিশির কুমার বিশ্বাস প্রমূখ। মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে ৫৭টি মণ্ডপ কমিটির সাধারন ও সম্পাদকের হাতে ব্যক্তিগত আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপজেলা ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যানকে ফুলেল জ্ঞাপন সহ উত্তরীয় পরিয়ে শারদীয় শুভেচ্ছা জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে অতীতের চার দলয় জোট সরকারের আমলের চরম দু:সময়ে যেমন ছিলাম, তেমনি সব সময় আছি এবং থাকবো। সরকারের নির্দেশে কঠোর নজরদারীর মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। বিসর্জন পর্যন্ত কোথাও কোন প্রকার সমস্য দেখা দিলে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাশে দাঁড়াবে বলে ঘোষনা দেন আব্দুল মান্নান খান।
Leave a Reply