কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার গুসাইডাঙ্গী গ্রামের ৩ কিলোমিটার কাঁচা রাস্তা ৫০ বছরে সংস্কার হয়নি। দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও শহরে যাওয়ার একমাত্র এই রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এলাকাবাসী জানান, যুদ্ধের পর থেকে জয়ন্তীহাজরা মোড় থেকে গোসাইডাঙ্গী মোড় এই তিন কিলোমিটার কাঁচা রাস্তা কখনও সংস্কার হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় প্রতি বছর বৃষ্টির সময় চলাচল প্রায় অসম্ভব হয়ে পরে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অনেক সময় পিছলে পড়ে গিয়ে বাড়ি ফিরে যেতে হয়। এছাড়াও গুরুত্বপুর্ণ এই রাস্তা দিয়ে খোকসা বাজার সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পায়ে হেঁটে বা যানবাহন ও পণ্য বাহী বাহন নিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হয়। বিকল্প রাস্তা দিয়ে গন্তব্য পৌঁছাতে প্রায় ৮/১০ কিলোমিটার ঘুরে যেতে হয়। যেকারণে জনসাধারণের দুর্ভোগ নিরসনে গতবছর স্থানীয় আব্দুস সামাদ নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর সহায়তায় জয়ন্তী হাজরা মোড় থেকে গুসাইডাঙ্গী পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা সংস্কার করেন। এবং এবছর আবারও রাস্তাটি সংস্কারের কাজ করেছেন। তারা আরো জানান গতবছর যুগান্তর পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জন দুর্ভোগের সংবাদ প্রচার হওয়ায় ইতিমধ্যে এলজিআরডি এর অর্থায়নে রাস্তা নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) খোকসা উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সামাদ জানান, সড়কটি নির্মাণের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে এবং এসই এন্ড এমএমসি জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছেন। দ্রততম সময়ের মধ্যে কাজ আরম্ভ হবে।
Leave a Reply