কুমারখালী প্রতিনিধি ॥ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মেরিনা পারভীন মিনা। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ পত্র ও স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, ১৭০ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ এবং জীবিত ২২৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ সহ স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে।
Leave a Reply