কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী উপজেলায় ৫৬ ম-পে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার পূজা ম-পে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত বলেন, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শুক্রবার রাত থেকে পূজা অর্চনার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং বুধবার বির্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরী সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ম-প সাজসজ্জার কাজ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে চলছে কেনাকাটাসহ উৎসব আয়োজন। কুমারখালী পৌর বাজারের কাপড় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসার সাথে সাথে কাপড়ের দোকানে সনাতন ধর্মাবলম্বীদের ভীড় বাড়ছে। বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও বেচাকেনা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
Leave a Reply