কুমারখালী প্রতিনিধি ॥ পর্যটনে নতুন ভাবনা প্রতিপাদ্যে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার কুমারখালীতে উদযাপন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো আকিবুল ইসলাম আকিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মেরিনা পারভীন মিনা, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনজুর, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক হাবীব চৌহান, জাকের আলি শুভ সহ আরো অনেকে। বক্তারা বলেন, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার প্রবেশদ্বার কুমারখালী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ, অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন, বিপ্লবী বাঘা যতীন, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার, ওহাবী আন্দোলনের নেতা কাজী মিয়াজান, সাহিত্যিক আকবর হোসেন, গগণ হরকরা সহ বহু গুণী মনিষীর জন্ম ও পদচারণায় প্রসিদ্ধ কুমারখালী উপজেলায় পর্যটন শিল্প বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটন শিল্পের বিকাশে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন ম্যাপ তৈরি করা হয়েছে। যার ফলে ভ্রমণ পিপাসুরা ঘরে বসেই অনলাইনে কুমারখালী উপজেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে গুনী মনিষীদের নামে। বক্তারা বলেন, পর্যটন শিল্পের বিকাশে দর্শনীয় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নির্দশন ও স্থাপনার এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে আবাসিক রেষ্ট হাউস সহ আধুনিক মানের বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরী। সভায় বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের নির্দশন সমূহ পর্যটন ম্যাপে তুলে ধরতে আহ্বান জানান।
Leave a Reply