মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ “মুজিব বর্ষের অঙ্গিকার মাদক করবো পরিহার” “মাদককে রুখবো বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত গতকাল মঙ্গলবার সকালে খোকসা সরকারি কলেজ অডিটিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিপন বিশ্বাস, মাদকদ্রব্য অধিদপ্তরের কুষ্টিয়া জেলা শাখার পরিচালক বেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন , খোকসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিলন খান, দৈনিক কুষ্টিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন সুন্দর সাবলীল সমাজ গড়তে হলে মাদক ছেড়ে আসতে হবে। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই সৎ লোকের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে অসৎ লোকের ছাড়তে হবে। সবাইকে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান। স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply