1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:24 pm

জেলা পরিষদ নির্বাাচনের প্রতিক বরাদ্দের সময় দুই গ্রুপের সংঘর্ষ

  • প্রকাশিত সময় Monday, September 26, 2022
  • 108 বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলে জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় দুই গ্রুপের মধ্যে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার  সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রথমে সংরক্ষিত মহিলা ও পরে পুরুষ ওয়ার্ডের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। মহিলাদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে পুরুষ  ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী খোকন কুমার সাহা ও ওবায়দুর রহমান তালা প্রতীক চাওয়ায় নির্বাচনী বিধান অনুযায়ী লটারির সিদ্ধান্ত হয়। এ সময় প্রার্থী খোকন কুমার সাহা কোন কারণ ছাড়াই উত্তেজিত সকল কর্মকর্তা ও নেতৃবৃন্দের সামনে গালিগালাজ করে মুখে ঘুষি মারেন। ওবায়দুর রহমানও পাল্টা ঘুষি মারেন। একই সময় জেলা প্রশাসকের হলরুমের  পূর্বপাশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রস্তাবকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান কাশিপুর ইউনিয়নের সদস্য মো. শরিফুল ইসলাম ও সমর্থনকারী নোয়াগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ নওয়াব আলীর ওপর হঠাৎ করে হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুবাস চন্দ্র বোসের সমর্থকেরা। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু বলেন, আমার অনুপস্থিতিতে আমার প্রতীক আনতে যান আমার প্রস্তাবকারী,সমর্থনকারীসহ আমার পক্ষের লোকজন। জেলার সর্বোচ্চ নিরাপত্তাস্থল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমার লোকজনকে মারধর করা হয়েছে। এতে আমার প্রস্তাবকারী নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য সৈয়দ নওয়াব আলী, কাশিপুর ইউনিয়নের সদস্য মো. শরিফুল ইসলাম, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল কালু, শামুকখোলা গ্রামের কামাল কাজী, লাবু কাজী, জাকির কাজী আহত হয়েছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে এ ধরনের আচরণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনী প্রচার-প্রচারণার পরিবেশ চাই। এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আমি আনারস প্রতীক চেয়েছি। ওদিকে সৈয়দ ফয়জুল আমীর লিটু আনারস প্রতীক চেয়েছে। এ সময় আমার লোকজনের সাথে সামান্য হাতাহাতি ধাক্কাধাক্কি হয়েছে। নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জসিম উদ্দিন হামলা মারামারি ও ভাঙচুরের ঘটনা স্বীকার করে বলেন, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান স্যারের নির্দেশে কিছু সময় প্রতীক বরাদ্দের কাজ বন্ধ রাখি। পরে আপস হলে কার্যক্রম সমাপ্তি করি। এ বিষয়ে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে কাউন্সিলর প্রার্থী ওবায়দুর রহমান ও খোকন কুমার সাহাকে শোকজ করা হবে এবং নির্বাচন কমিশনে জানানো হবে।

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর লোকজনের উপর হামলা ও হলরুমের চেয়ার ভাঙচুরের বিষয়ে বলেন, প্রার্থী যদি লিখিত অভিযোগ করেন তাহলে আমরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ’ এদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রতীক পেয়েছেন আনারস। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু পেয়েছেন মোটরসাইকেল এবং অপর স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব চশমা প্রতীক পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640