খোকসা প্রতিনিধি॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামে সারারাত ধরে কয়েকটি বাড়িতে চুরি করেছে ফিরোজ শেখ (৩০) নামের এক যুবক।স্থানীয় সূত্রে জানা যায় শীতের কনকনের মধ্যেও সে এই গ্রামের কয়েকটি বাড়িতে চুরি করে ও পরে মাদারীপুর ও উত্তর শ্যামপুর ব্যাংগাড়িয়াপাড়া থেকে ভ্যান চুরি করতে গিয়ে সাধারণ জনগণের হাতে ভোররাতে ধরা পড়ে। স্থানীয়রা খোকসা থানা পুলিশকে সংবাদ দিলে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তখন স্থানীয় জনগণ পুলিশের কাছে সর্পন করেন। খোকসা থানা পুলিশ সূত্রে জানা যায় কুমারখালী থানার দয়রামপুর গ্রামের মোতালেব শেখের ছেলে ফিরোজ শেখ (৩০)নামের এক যুবক ভ্যান চুরি করতে গিয়ে জনসাধারনের হাতে ধরা খায়। তাকে পেনাল কোড দন্ডবিধি ৪৫৭,৩৮০,৪১১ধারা প্রদান করা হয়। মামলা নং ১। তাকে শনিবার কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply