আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার কালিদাসপুর রেল জগন্নাথপুরে ট্রেনে কেটে এক যুবকের মৃত্য।(ইন্নালিল্লাহি—- রাজিউন)।গতকাল রাতের দিকে কোন ট্রেন কেটে এই অবস্থা হয়েছে বলে অনেকে ধারনা করছে।টেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক পড়ে আছে শুনে কালিদাশপুর ইউনিয়নের পারকুলা আস্তানা পাড়ার ঝড়ু মন্ডল তার ছেলে বলে দাবী করে।সে জানায় তার ছেলে ছানারুল ইসলাম (১৯) বাড়ী থেকে বের হওয়ার পর আর বাড়ীতে ফেরেনি।বিষয়টি রেলপুলিশ খবর পাওয়ার পর তারা ঘটনা স্থল থেকে লাশ নিয়ে যায়।তবে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।কি ভাবে ছানারুল টেনে কেটে মারা গেল বিষয়টি নিশ্চিত নয়।ধারনা করা হচ্ছে গত রাতে ঘটনা টি ঘটেছে।প্রথমে যুবকের পরিচয় পাওয়া যায় নি।পরে জানাযায় সে পারকুলা আস্তানা পাড়ার ঝড়ু মন্ডলের ছেলে ছানারুল ইসলাম। স্থানীয় লোকজন প্রথম লাশটি দেখতে পাই। রেল পুলিশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।
Leave a Reply