কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুমারখালী থানার অফিসার ইনচার্জের আয়োজনে থানা চত্বরে এই সভার আয়োজন করা হয়। থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম। থানার সেকেন্ড অফিসার এস,আই নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস,কুমারখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ শংকর মজুমদার, রমেশ দধি ভান্ডারের স্বত্বাধিকারী সুধাংশু কুমার ঘোষ, বাংলাদেশ ভারত সম্প্রিতি পরিষদের সাধারন সম্পাদক নিতাই কুমার কুন্ডসহ উপজেলার ৫৬ পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। মতবিনিময় সভা শেষে পূজা উদযাপন পরিষদ নেতা এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মতবিনিময় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা সহ বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply