আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। প্রধান অতিথি বলেন,কোন ধর্মের উপর আঘাত হানার অধিকার কারো নেই।ধর্ম যার যার উৎসব সবার।আমরা আলমডাঙ্গায় দীর্ঘবছর দিন্দু,মুসলিম একত্রে বসবাস করে আসছি,উভয় ধর্মের মানুষের মধ্যে সৌহার্দপুর্ন সম্পর্ক বিরাজমান।প্রশাসন সার্বিক ভাবে প্রস্তুত থাকবে।কোন রকম দুরভিসন্ধি চোখে পড়লে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, থানার এস আই আমিনুর রহমান, পৌর প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক,আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, ফায়ার স্টেশনের মাস্টার মিজানুর রহমান, তাছাড়া প্রস্তুতি মূলক সভায় আরো বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটির সাধারণ সম্পাদক পলাশ আচার্য, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, হারদী পূজা মন্দিরের সভাপতি ষষ্ঠী রানী কর্মকার, সাধারণ সম্পাদক পদ্মারানী সাহা, ভালাইপুর মন্দির কমিটির সভাপতি জ্যোষ্ঠ দাস, বন্ডবিল মন্দির কমিটির সভাপতি সৌমেন্দ্রনাথ বিশ্বাস, আনন্দধাম পূজা মন্দির কমিটির সভাপতি আনন্দ বিশ্বাস প্রমুখ।
Leave a Reply