কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গড়াই মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে। এতে এক পক্ষের তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সুত্রে জানা গেছে, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে বুধবার গড়াই মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রিজাইডিং কর্মকর্তা বিকেল ৫ টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান প্যানেল কে পরাজিত করে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির আরেক সদস্য আব্দুস সাত্তার প্যানেলসহ বিজয় লাভ করেন। এরপর বিজয়ের পরও সাত্তার মেম্বরের সমর্থকরা আতঙ্কে মিজান প্যানেলের সমর্থকের ওপর লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। এরপর মিজানের সমর্থকরাও পাল্টা ধাওয়া করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এঘটনায় মিজান প্যানেলের আরজু সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবিষয়ে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, ভোটে বিজয়ের পর প্রতিপক্ষরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আমার তিনজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে পরে কথা বলা যাবে। এবিষয়ে যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৪ নং সদস্য আব্দুস সাত্তার বলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান অত্যন্ত উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল ছেলে পেলে নিয়ে চলেন। ভোটে হেরে আমাদের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। কিছুটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। ফলাফল শেষে আতঙ্কে পরিবেশ কিছুটা উত্তাপ হয়েছিল। পুলিশ তা নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও। এরআগে সকাল ১০ টায় গড়াই মাধ্যমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ে ১৫২ ভোটের মধ্যে বক্সে ভোট পড়ে ১৪৬ টি। ফলাফলে আব্দুস সাত্তার মেম্বর প্যানেলের আব্দুল হান্নান ৮৪ ভোটে প্রথম, মান্নান মোল্লা ৮৩ ভোটে দ্বিতীয়, লিটন হোসেন ৮১ ভোটে তৃতীয় ও আসাদুল বিশ্বাস ৮০ ভোটে চতুর্থ স্থান হয়ে বিজয় লাভ করেন। এছাড়াও মহিলা সদস্য হিসেবে ৭৫ ভোট একই প্যানেলের মোছা : ছকিনা খাতুন প্রথম বিজয় লাভ করেন। অপরদিকে মিজান প্যানেলের সাইফুল ইসলাম পেয়েছেন ৫৯ ভোট, শওকত আলী ৫৮ ভোট, আশরাফুল ইসলাম ৫৭ ভোট, আলী আকবর ৪৭ ভোট ও আছমা খাতুন ৬২ ভোট পেয়েছেন। এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মো. আশিকুজ্জামান।
Leave a Reply