ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার সিনিয়র তথ্য কর্মকর্তার রুটিন দায়িত্বে থাকা সহকারী তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল বলেছেন, পেশাদারিত্বের সাথে সুনাম বজায় রেখে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশন এবং সম্প্রচার সংক্রান্ত সেবামূলক কাজ করে যেতে হবে। প্রেসক্লাব পরিচালনায় স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক নীতি রেখে সাংবাদিক সংগঠন পরিচলনার দিকে মনোনিবেশ রাখতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে সংক্ষিপ্ত মতবিনিময়ে জেলা তথ্য অফিসের এই কর্মকর্তা উপরোক্ত কথাগুলো বলেন। তিনি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কাজ এবং ক্লাব পরিচালনার নীতিমালা, গঠনতন্ত্র সহ বহুবিধ বিষয়ে আলোকপাত করেন এবং ভেড়ামারা প্রেসক্লাবের সার্বিক বিষয় নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রেস কাউন্সিলের সাম্প্রতিক কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে তার দপ্তরকে সহযোগিতা করার জন্য ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন। এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ও দৈনিক দিনের খবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার ফয়জুল ইসলাম মিলন, সহ-সভাপতি ও সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজৃল হাকিম,ওমর ফারুক, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মনোয়ার হোসেন মারুফ, দপ্তর সম্পাদক ও দৈনিক ইন্টারন্যাশনাল প্রতিনিধি জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক মাহমুদৃল হাসান চন্দন,, সমাজকল্যাণ সম্পাদক মোহন আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এখলাস হোসেন বিকাশ, নির্বাহী সদস্য ও ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, এস এম ফয়সাল, কমরেড আরিফুল ইসলাম ও সাংবাদিক বাবুল আক্তার প্রমুখ সাংবাদিক ও জেলা তথ্য অফিসারের সফরসঙ্গী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি ভেড়ামারা প্রেসক্লাবে পৌঁছালে জেলা তথ্য অফিসের দাায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তাকে স্বাগত জানান সাংবাদিক নেতৃবৃন্দ। বেশ আন্তরিকতাপুর্ণ পরিবেশে ও ইতিবাচক মনোভাবের উপর ভিত্তি করে উক্ত আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন সফরকারী কর্মকর্তা ও ভেড়ামারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
Leave a Reply