ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মজিবুর রহমানের ক্যারিশমেটিক ও দক্ষ ভূমিকায় হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিক কে ফিরিয়ে দিলেন। পৌর এলাকা কাচারিপাড়ার বাসিন্দা খন্দকার মুস্তাক আহমেদ এর মোবাইল ফোনটি কিছুদিন পূর্বে হারিয়ে যায়। এ বিষয়ে তিনি ভেড়ামারা থানায় একটি মিসিং ডায়েরী করেন। পরে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান সেই হারানো মোবাইল ফোন উদ্ধার করে আজ শুক্রবার সন্ধ্যায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার ইন্সপেক্টর ইনভেস্টিগেশন নান্নু খান।
Leave a Reply