মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় যুবজোটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় যুবজোটের আয়োজনে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৪টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক ডাঃ মাসুদ রানা, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ ও বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা। এছাড়াও জাসদ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সভাপতি নাজমুল হোসেন।
Leave a Reply