কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় লোড শেডিং চলার সময় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খলিসাকুন্ডি মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন (৫০) ওই এলাকার বাসিন্দা মৃত মজির উদ্দিনের ছেলে। মোতালেব দীর্ঘদিন ধরে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে এলাকায় গ্রাহকদের কাজ করেন, তবে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার কোনো অনুমতি তার ছিলো না বলে জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় খলিসাকুন্ডি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান। স্থানীয়রা জানান, খলিসাকুন্ডি মাঠপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে বৈদ্যুতিক লাইনে সমস্যা হওয়ায় তিনি মোতালেব হোসেনকে ডেকে আনেন। মোতালেব বৈদ্যুতিক খুঁটি থেকে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কাটা দেখতে পান। এ সময় লোডশেডিং চলায় তিনি ওই তার জোড়া দিতে খুঁটিতে উঠেন। কিন্তু কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে মোতালেব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনন্দ কুমার কুন্ডু বলেন, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এবং কাউকে না জানিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোতালেব হোসেন। তিনি পল্লী বিদ্যুতের কোনো অনুমোদিত কর্মীও নন।
Leave a Reply