মনোজিত মন্ডল, খোকসা থেকে ॥ কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে গোসল করতে গিয়ে দশ বছরের শিশু আজিজুলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার (৬ মার্চ) দুপুর আনুমানিক একটার দিকে মামা বাড়িতে ঘুরতে এসে ইচ্ছার বসে দু-ভাই মিলে গড়াই নদীতে গোসল করতে নামে এবং পাড়ে এসে ঝাপাঝাপি করায় নদীর চাপ ভেঙে গায়ের ওপর পড়ে যায় ওখানে থেকে তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় নাটোর জেলা, কাছখোর থানার মোহাম্মদ মাহফুজ উদ্দিনের ছেলে আজিজুল (১০) তারা পরিবারের সবাই মিলে মামাতো ভাই গ্রামের বাড়ি। খোকসা ওসমানপুর বাহাদুরির ছেলে বকুলের ছেলের সুন্নতে খাতনার দাওয়াত খেতে আসে। মাহফুজের মামাতো ভাইয়ের ছেলে নিশান( ৮) এর সঙ্গে ওসমানপুর নদীর ঘাটে গোসল করতে আসে। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন নদীর পাড়ে ঝাপাঝাপি করতে গিয়ে বালির চাপ ভেঙে গিয়ে গায়ের উপর পড়ে পানিতে ডুবে যায় এবং অধিক পানি খেয়ে মারা গেছে বলে জানা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply