অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে কুমারখালী শহরের স্টেশন বাজার ও তরুন মোড় এলাকায় যৌথ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল ইসলাম। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, সারের বাজার যাচাই বাছায়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে স্টেশন বাজারের সার ব্যবসায়ী আব্দুল গাফফার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধ ও আইনে তরুনমোড় এলাকার মো. ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply