মেহেরপুর প্রতিনিধি ॥ আলু ফসলের মালটিলোকেশন পারফর্মেন্স যাচাইয়ের লক্ষ্যে মেহেরপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা এলাকায় শিশু পরিবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার বাংলাদেশের কৃষকদের জন্য সর্বোচ্চ ভর্তুকি দিয়ে যাচ্ছেন বর্তমান সরকার। তিনি আরো বলেন আগে কৃষকরো সারের পিছনে ছুটতেন এখন সার কৃষকদের পিছনে ছুটছে বর্তমান সরকার কৃষকদের জন্য সবরকম সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের জন্য যেমন ভাবনাগুলো ভাবতেন তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেগুলো বাস্তবায়ন করে চলেছেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএডিসি চেয়ারম্যান (গ্রেট-১) ড. অমিতাভ সরকার, বিএডিসি এর সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোস্তফিজুর রহমান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) প্রকাশ কান্তি মন্ডল।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার খাঁ।
Leave a Reply