মনোজিত মন্ডল,খোকসা থেকে ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় কুষ্টিয়া- কুমারখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ’র গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা যুবলীগের আয়োজনে ৪ এ মার্চ বৃহস্পতিবার বিকেলে খোকসা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া যুবলীগের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা কুমারখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত,অর্থ বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম বাবলু, প্রচার সম্পাদক সাহেব আলী, জর্জ বলেন, বাংলাদেশ ইতিহাসে এমন উত্তাল সময় আর কখনো আসেনি। এই মার্চ মাস আগুনঝরা বাঙালির জীবনে আর কখনো আসেনি। অসাম্প্রদায়িক চেতনার অধিকার শেখ মুজিবুর রহমান। এতিমদের অর্থ চুরি করে কখনো কারাগারে তিনি যাননি যেটা গিয়েছেন বিএনপি সরকারের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এটা বাটপারের দেশ নয়। এখানে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ পুনর্বাসন করা হয়েছে। সার্বিক উন্নয়ন কাঠামো তৈরি করে দেশ এগিয়ে চলছে। সমস্ত শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রয়োজন। কুষ্টিয়া আওয়ামী লীগের রাজনীতির ধ্বংস, সৃষ্টি নানা পরিকল্পনার মধ্য দিয়ে আজ একটা শক্তিশালী ও সুসংগঠিত আওয়ামী লীগ তৈরি হয়েছে যা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এর নেতৃত্বে কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় কুষ্টিয়ার খোকসা উপজেলার আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে প্রত্যেক উপজেলায় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকমিটি গঠন করা। প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি গঠন করা কিন্তু খোকসা উপজেলা একটি ইউনিয়ন ব্যতীত কোন ইউনিয়নে কমিটি গঠন হয় নাই। প্রথম ধাপের কমিটি গঠন করার সময় কুষ্টিয়া জেলার প্রেসিডিয়াম সদস্য ও সাধারণ সম্পাদক উপস্থিতির মধ্য দিয়ে প্রথম ধাপে কমিটি গঠন নির্বাচন শেষ হয় ও কমিটি বিলুপ্ত করা হয় কিন্তু দ্বিতীয় ধাপের মধ্য দিয়ে কমিটি গঠন করার কথা থাকলেও তা এখনো হয়নি। আমি একটু আশেপাশে থেকে শুনছিলাম কিন্তু আমি ভালোভাবে বলতে পারব না যে নতুন কমিটি করা অসম্ভব হলে পুরাতন কমিটি বহাল রাখা হবে কিন্তু এটি কি মামা বাড়ির আবদারের মত। যে মামা বাড়ির কাছে আবদার করলাম মামা আমারে মোয়া নিয়ে আসলো। দীর্ঘ দিনের পুরনো জঞ্জাল অতি সহজেই সরানো একটু ব্যাপার। আজকে এই সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু তিনি না আসার কথা ব্যক্ত করেছেন তবে আমি বলতে চাই সেই নির্বাচনের কথা বিন্দুমাত্র কৃতজ্ঞতাবোধ যদি থাকে সেই কৃতজ্ঞতাবোধের কারণনেই আপনাকে থাকা উচিত ছিল। চলতি বাহনের রাজনীতি, চামচামির রাজনীতি, খোকসা কুমারখালীতে মোচন করা হবে। বাবুল আকতার বলেন রাজনীতিতে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আপনারা বলেছেন আমরা আওয়ামী লীগ করি না আমরা কোথা থেকে এসেছি সেটা আপনি জানেন না তাহলে আজ বলতে চাই আপনারা কোথা থেকে এসেছেন বলতে পারেন। আপনাদের রক্তচক্ষু খোকসার সাধারণ মানুষ আর ভয় পাইনা। তাই আওয়ামীলীগ করতে হলে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে করতে হবে। সঠিক গঠনতন্ত্রের মধ্য দিয়েই দল পরিচালিত হবে। শান্ত বলেন, আমি আট বছর খোকসা উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করেছি। আমার বাবা খোকসা উপজেলার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমরা চা বেচে কখনো রাজনীতি করতে আসেনি। আমরা নাকি আওয়ামী লীগ করি না আওয়ামী লীগ করেন আর একজনেরা। আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে বলতে চাই আমি অপমান করতে চাই না, আমি সম্মান দিয়ে কথা বলতে চাই, কয়েকদিন আগে তিনি বলেছিলেন নাকি মিলনমেলায় পরিণত হয়েছে, চাচা আপনি দেখে জান মিলন মেলা কাকে বলে, আজ আপনি দেখে যান। খোকসা যুবলীগ সুন্দর, দুর্বার, প্রকৃতিতে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের মধ্যে। এ সময় আরো উপস্থিত ছিলেন খোকসা শিমুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মজিদ খান সহ খোকসা উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply