কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের উদাসিনতা আর স্বেচ্ছাচারিতায় দিনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কসহ প্রায় সবকটি মহাসড়কে ডাকাতি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
গত ২৩ আগষ্ট আলামপুর বালিয়াপাড়া জোড়া ব্রিজ সংলগ্ন স্থানে রাত আনুমানিক দেড় টার সময় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ ১লক্ষ ৫১ হাজার ১শ ১০ টাকা ও ৬ টি মোবাইল এবং ৮ টি গরু সহ ট্রাক লুট করে নিয়ে যায়। প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, ২৩ আগষ্ট কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বালিয়াপাড়া গ্রামস্থ জোড়া ব্রীজের ৫০০ গজ দক্ষিণে রাত আনুমানিক দেড় টার সময় অজ্ঞাতনামা ১৫/২০ জন ডাকাত আইচার ব্যান্ডের দুইটি অজ্ঞাত ট্রাক দিয়ে বগুড়া হতে চুয়াডাঙ্গাগামী গরু বহনকারী ট্রাককে (যার রেজিঃ নং-ঝিনাইদহ-ড-১১-০১০৪) প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকে থাকা গরুর মালিকদের মারধর করে হাত, চোখ, পা বেঁধে ডাকাতদের ব্যবহৃত ট্রাকে তুলে নেয়। এলাকাবাসী জানায় এর কিছু সময় আগে হাইওয়ে পুলিশের গাড়ী যেতে দেখেছে তারা। এরপরর তাদেরকে প্রায় এক থেকে দেড় ঘন্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে ঘটনাস্থল হতে আনুমানিক ১ কি.মি দক্ষিনে গোরস্থান এলাকার রাস্তার পাশে ভিকটিমদের ফেলে রেখে চলে যায়। যাওয়ার সময় ডাকাতদল ট্রাক, ৮টি গরু যার মূল্য ৬ লক্ষ ৩৭ হাজার টাকা, নগদ ১ লক্ষ ৫১ হাজার ১শ ১০ টাকা ও ৬ টি মোবাইল ফোন নিয়ে যায়। এমন ঘটনা অহরহ ঘটেই চলেছে। এলাকাবাসীর অভিযোগ কুষ্টিয়া হাইওয়ে পুলিশ এলাকার ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটিসহ কৃষিপণ্যজাত পরিবহন থেকে মাসিক কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে থাকে। এর পরও কোন দুর জেলার ট্রাক, প্রাইভেট থামিয়ে বালিয়াপাড়া হাট ছেড়ে মধুপুর নামক স্থানসহ কয়েকটি জায়গায় চাঁদাবাজী করে আসছে তাদের চাঁদাবাজীতে গরিব, সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। সুত্রটি জানায়, সাধারণত ছুটির দিনে শিলাইদহ, লালন শাহ মাজার দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পিকনিক পার্টি, পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন মীর মোশাররফ হোসেন সেতু পার হয়ে আলাউদ্দিন নগরসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রের আগে হাইওয়ে পুলিশের টিম দাঁড়িয়ে অহেতুক গাড়ির কাগজ পত্র চেক করার নামে চাঁদাবাজী করে থাকে বলে অভিযোগ রয়েছে। এ সব বিষয়ে জানতে হাইওয়ে পুলিশের ইনচার্জের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply