আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার দুর্লভপুরে রাতের আধারে স্কুল ছাত্রীর সাথে অনৈতিক কাজের সময় হাতেনাতে আটক করেছে পিতা। ঘটনাটি গতকাল রাতে ঘটেছে। এঘটনায় গ্রাম্য সালিসে ২ লক্ষ টাকায় দফারফা হয়েছে। তবে, প্রাপ্য টাকা পায়নি ভুক্তভোগী কিশোরীর পরিবার। এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এঘটনায় পুলিশি হস্তক্ষেপ কামণা করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আশিক। সে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের স্কুল পড়ুয়া আব্দুলের মেয়ের সাথে প্রেম সম্পর্ক গড়ে তোলে। এসুযোগে আশিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে অনৈতিক কর্মকান্ডের সাথে মিলিত হয়। গত মঙ্গল বার রাত ২ টার দিকে আশিক তার প্রেমিকার ঘরে ঢুকে। ওই সময় স্কুল ছাত্রীর পিতা অনৈতিক কাজের সময় আশিককে হাতেনাতে আটক করে। পরবর্তী স্থানীয় মেম্বারসহ গ্রাম্য মাতব্বরের মাধ্যমে মিমাংসের চেষ্টা করে। গত কাল রাতে স্থানীয় নেতাকর্মীরা ২ লক্ষ টাকায় মিমাংস করে। ওই রাতেই স্কুল ছাত্রের পিতা মিজানুর রহমান ১ লক্ষ টাকা পরিশোধ করে। এবং ১ লক্ষ টাকা আগামি ৩ দিনের মধ্যে দিতে রাজি হয়। এদিকে স্কুল ছাত্রীর পরিবার জানায়, ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। ১ লক্ষ টাকা রাতেই জরিমানার টাকা পরিশোধ করে। কিন্তু জরিমানার টাকা এখনো পায়নি বলে অভিযোগ করেন। স্কুল ছাত্রের পিতা জানায়, গত কাল রাতে স্কুল ছাত্রীর বাড়িতে ফোন দিয়ে ডাকে। আমার ছেলে বাড়িতে গেলেই জোর পূর্বক আটকে রাখে স্কুল ছাত্রীর পিতা। আমাকে জিম্মি করে ২ লক্ষ টাকা জরিমানা করে। সেদিন রাতেই ১ লক্ষ টাকা জরিমানার টাকা পরিশোধ করে সময় চেয়েনি। স্থানীয় মেম্বার আসাদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি আরো বলেন, রাতেই স্কুল ছাত্রকে মেয়ের পিতা ঘরে আটক করে। কুমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টু জানান, ছেলে মেয়ে অনৈতিক ঘটনার সময় হাতে নাতে আটক হয়েছে শুনেছি। তবে, আমাকে কেউ না জানানোর কারনে আমি যায়নি ও বিষয়টি সঠিক বলতে পারছি না।
Leave a Reply