1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:11 pm

জাপোরিজ্জিয়া পরমাণু কেন্দ্রে জাতিসংঘকে অনুমতি দেওয়া হবে: পুতিন

  • প্রকাশিত সময় Saturday, August 20, 2022
  • 156 বার পড়া হয়েছে

: ইউক্রেনে রাশিয়ার দখলকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে জাতিসংঘের একটি দলকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও পুতিনের ফোনালাপের পর এই ঘোষণা দিলো ক্রেমলিন।
ইউরোপের সবচেয়ে বড় স্পর্শকাতর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সম্প্রতি যুদ্ধের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ, বলপ্রয়োগ করে ইতোমধ্যে কেন্দ্রটি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। যদিও এটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। উভয়পক্ষের লড়াইয়ে কেন্দ্রটির বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর জন্য একের অপরকে দায়ী করে বিবৃতিও দিয়েছে কিয়েভ-মস্কো।
এই পরিস্থিতিতে প্ল্যান্টের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস বলেন, ‘জাপোরিজ্জিয়া ঘিরে সামরিক তৎপরতার অবসান ঘটাতে হবে এবং পরিদর্শকদের প্রবেশাধিকারে অনুমতি দিতে মস্কোকে আহ্বান জানাচ্ছি’। গত মার্চ থেকেই মূলত কেন্দ্রটি রুশ বাহিনীর কব্জায় রয়েছে।
এমন বাস্তবতায় শুক্রবার ফরাসি ও রুশ নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। এরপরই ক্রেমলিন বিবৃতিতে জানিয়েছে, পুতিন জাতিসংঘের তদন্তকারীদের বিদ্যুৎকেন্দ্রটিতে প্রবেশে ‘প্রয়োজনীয় সহায়তা’ দিতে সম্মত হয়েছেন। দু’জনই সেখানকার পরিস্থিতি মূল্যায়নের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর বিশেষজ্ঞদের প্ল্যান্টে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
রুশ প্রেসিডেন্ট পুতিনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, তিনি নিজেই প্ল্যান্ট পরিদর্শনের নেতৃত্ব দিতে চান।
এদিকে ইউক্রেন অভিযোগ করছে, পারমাণবিক বিদ্যুকেন্দ্রটিকে সেনা ঘাঁটিতে পরিণত করে তুলেছে রাশিয়া। সেখানে সামরিক সরঞ্জাম মোতায়েনসহ ৫০০ সেনা অবস্থান করছে দেশটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640