কুমারখালী প্রতিনিধি ॥ ইঁদুর মারার জন্য ধানখেতের পানিতে কৃষক রেখেছেন বৈদ্যুতিক খোলা তাড়ের ফাঁদ। অন্য এক কৃষক গিয়েছিলো তাঁর জমিতে সার ছিটাতে। আর ফুটবল খেলা শেষে ওই খেতের আইল দিয়ে বাড়িতে ফিরছিলেন একজন ছাত্র। এসময় সার ছিটানো কৃষক বিদ্যুতায়িত হয়ে চিৎকার চেঁচামিচি আর লাফালাফি শুরু করে। তা দেখে কৃষককে বাঁচাতে ছুটে যায় ওই ছাত্র। আর খেতেই বিদ্যুতায়িত ছাত্রের মৃত্যু হয়। এমন মর্মান্তিক ঘটনা বুধবার (১৭ আগষ্টা) সন্ধায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের কৃষক আনিসুর রহমানের ধানখেতে ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. সোহান (১৯)। তিনি ও গ্রামের ফজলু শেখের ছেলে ও কুমারখালী সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আর আহত কৃষক মাসুদ আলী (৩৫) একই গ্রামের হায়াত আলীর। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা দুজনে সম্পর্কে প্রতিবেশী চাচা – ভাতিজা। বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাজগ্রামের সদর আলীর ছেলে আনিসুর রহমান ইঁদুর মারার জন্য ফাঁদ হিসেবে তাঁর নিজ জমির ধানখেতে গোপনে বৈদ্যুতিক খোলা তাড় দিয়ে রেখেছিল। বুধবার সন্ধায় ওই জমির আইল দিয়ে একই গ্রামের কৃষক মাসুদ আলী তাঁর জমিতে সার ছিটাতে গিয়েছিল। আর ফুটবল খেলা শেষে বাড়িতে ফিরছিল কলেজ ছাত্র সোহান। এররপর কৃষক মাসুদ বিদ্যুতায়িত হলে ছাত্র সোহান বাঁচাতে ছুটে যায়। আর কৃষককে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর দেহই নিথর হয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে দুইজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। আর মাসুদকে ভর্তি করেন। আরো জানা গেছে, বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ এবিষয়ে নিহত ছাত্রের চাচাতো বোন মিলি খাতুন বলেন, ‘ আমার চাচা মাসুদ মাঠে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চেঁচামিচি আর লাফঝাঁপ করছিল। এসময় দুর সম্পর্কের চাচাতো ভাই সোহান তাঁকে বাঁচাতে ছুটে যায়। বাঁচাতে গিয়ে সোহান নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা যায়।’ শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গাজী হাসান তারেক বলেন, ‘ বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানিনা।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ বিদ্যুতায়িত হয়ে দুজন হাসপাতালে এসেছিলেন। একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। আর আরেকজন ভর্তি আছে।’ কুমারখালী থানার ওসি বলেন, ‘ বিদ্যুতায়িত হয়ে একজন ছাত্র মারা গেছেন। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply