কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় রিমন (১৪) নামে আরও একজন মারা গেছে। এ নিয়ে ভয়াবহ এ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। বৃহস্পতিবার ভোরে রিমন (২৮) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত অবস্থায় রিমনকে শনিবার ভোর সাড়ে ৪টায় সেখানে ভর্তি করা হয় তাকে। উল্লেখ্য গত ১২ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় দুজন খুচরা তেল ব্যবসায়ী ঘটনাস্থলেই এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনসহ তিন জন মারা যায়। আজ গুরুতর আহত রিমন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়ালো।
Leave a Reply