ওলি ইসলাম, ভোড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ভেড়ামারায় আওয়ামীলীগ নেতা সিদ্দিক মন্ডল হত্যা মামলার আসামিরা দায়েরকৃত মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদেরকে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন নিহতের পরিবার। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় ভেড়ামারা প্রেস ক্লাব হলরুমে নিহতের পরিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। নিহতের ভাই মো. ইউনুচ আলী মন্ডল সংবাদ সম্মেলন বলেন, আমার ভাই ও চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিদ্দিক মন্ডলকে গত ১৮ ফ্রেব্রুয়ারী-২২ সকাল ৯ টায় এজাহার নামীয় আসামীরা পূর্বপরিকল্পিত হামলা চালায়। এসময় বন্দুকের ছোড়া গুলিতে ছিদ্দিক মন্ডল নিহত হয়। হামলায় তিনজন গুলিবিদ্ধসহ ৪ আহত হয়। এ ঘটনায় আমার চাচাতো ভাই মো. এনামুল হক ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে কুষ্টিয়া র্যাব-১২ অস্ত্রসহ ২ জন আসামী গ্রেফতার করে। এজাহার নামীয় ২০ আসামীর মধ্যে একজন ছাড়া বাকী সবাই বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়েছে। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আসামী রনি, মুক্তার, মিন্টু, আশিক দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য মামলার বাদী, সাক্ষী ও নিহতের পরিবারকে খুন-জখমের হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা আতঙ্কগ্রস্থ অবস্থায় রয়েছি। এ বিষয়ে মামলার আসামি মো. মুক্তার বলেন, অভিযোগ মিথ্যা। আমরা জামিন নিয়ে এলাকা ও বাড়ি ফিরতে পারেনি। এতদিন বাড়ি ছাড়া ছিলাম। সবে মাত্র বাড়ি ফিরতে শুরু করেছি। আমরা বাড়ি বা এলাকায় ফিরতে যেন না পারি, সেই জন্য এ মিথ্যা অভিযোগ করছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এধরনের কোন বিষয়ে আমরা অবহিত নয়। থানায় কেউ অভিযোগ করেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের ভাই ইউনুচ আলী, খাল্লেক মন্ডল, মা মোছা. ভানু, স্ত্রী শরিফা, ছেলে মোজাহিদ, মামলার বাদি এনামুল হক প্রমুখ। উল্লেখ্য, গত ১৮ ফেব্র“য়ারী২২ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিদ্দিক মন্ডলকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়। পরের দিন রাতে এনামুল হক বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা করেন।
Leave a Reply