
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষার্থী সহ শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী। আলোচনা সভা শেষে ৬০ জন ছাত্রীকে বাই সাইকেল, ২০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৪০ জনকে ক্র্যাচ, ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে।
Leave a Reply