খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঙ্গরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কয়েক জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সিংঙ্গরিয়া গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায় সিংঙ্গরিয়া গ্রামের বাদশা মন্ডলের মেয়ে তনু মন্ডল (১৫)খোকসা মালিগ্রাম হাসিম এর ছেলে মজনু (১৮) এর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় এক পর্যায়ে তনু মন্ডল গত ২৫/০২/২১ তারিখে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে দুই পক্ষের সমন্বয়ে ও মীমাংসায় তনু মন্ডল কে ফিরিয়ে আনে তার বাবা বাদশা খান। সোমবার দুপুরে বাদশা খান তার মেয়ে তনু মন্ডল কে নিজ বাড়িতে মারধর শুরু করে। এক পর্যায়ে পাশের বাড়ি থেকে মৃত চাঁদ আলীর ছেলে আমজাদ (৪০), ইদ্রিস (৩৫), আলী হোসেন, মনোয়ার হোসেন, ছুটে আসেন। এরপর বাদশা মন্ডলকে মেয়েকে মারা নিষেধ করায় একপর্যায়ে তর্ক-বিতর্কে মারামারি লেগে যায়। এই সময় গুরুতর আহত হয় মৃত চাঁদ আলীর ছেলে আমজাদ, ইদ্রিস, মনোয়ার। অসুস্থ হয়ে পরলে এলাকাবাসী তাদেরকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, এদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। ইদ্রিসএর অবস্থা খারাপ হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খোকসা থানার পুলিশ কর্মকর্তা রাজিব বলেন, মারামারির ঘটনাটি সত্য। অভিযোগ ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply