1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 4:23 pm

মালয়েশিয়ায় পৌঁছাল ৫৩ জন বাংলাদেশি কর্মী

  • প্রকাশিত সময় Tuesday, August 9, 2022
  • 107 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ দীর্ঘদিন বন্ধের পর এবার ৫৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সোয়া ১০টায় কুয?ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। এ সময় ৫৩ জন বাংলাদেশি কর্মীর হাতে হাইকমিশনের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।

এর আগে সোমবার (৮ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ কে ৭০ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ৫৩ জন কর্মী। পরে  স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় কুয?ালালামপুরে পৌঁছান তারা। হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, দুই দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যদিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। দেশের সম্মান বজায় রেখে, মালয়েশিয়ার আইনকানুন মেনে আপনারা কাজ করবেন। হাইকমিশন আপনাদের পাশে আছে এবং থাকবে। এ পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মোট ৩ হাজার ২২ কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। অনুমতিপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল মালয়েশিয়াস্থ জিমত জয়া কোম্পানিতে নিয়োগ অনুমতিপ্রাপ্ত ১১০ কর্মীর মধ্যে ৫৩ কর্মীর বহির্গমনে ছাড়পত্র দেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640