সম্প্রতি রাশমিকা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে অভিনেত্রীকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। তিনি নাচের সঙ্গে মিলিয়ে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির জনপ্রিয় ‘সামি সামি’ গানের কিছু হুক স্টেপে নাচ করছেন।
ভিডিওটি পোস্ট করে রাশমিকা ক্যাপশনে লিখেছেন, ‘অন্য কেউ কি আমার সঙ্গে জিগল করতে চান?’
এদিকে রাশমিকা দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডের সিনেমাতেও অভিনয় করছেন। তাকে দেখা যাবে ‘মিশন মজনু’ নামের হিন্দি সিনেমায়। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতেও অভিনয় করেছন তিনি, যা মুক্তির অপেক্ষায় আছে।
এছাড়াও থালাপথি বিজয়ের সঙ্গে ভামশি পইদিপালির আসন্ন থ্রিলার ‘ভারিসু’র শুটিং করছেন তিনি। দুলকার সালমানের ‘সীতা রামাম’ সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।
Leave a Reply