মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে আসিফ (১৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার ধুবইল ইউনিয়নের কালিকাপুড় গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে নিজ গ্রামের কালিকাপুড় মাঠে জমিতে কাজ করছিলেন কৃষক আসিফ। এসময় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে কৃষক আসিফ ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়। ধুবইল ইউনিয়ন জাসদের সভাপতি জালাল উদ্দিন বজ্রপাতে নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
Leave a Reply