ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে গতকাল মঙ্গলবার বিকালে নবগঠিত কমিটির প্রথম মতবিনিময় সভা ও বিশেষ দোয়ানুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির পথচলা শুরু হলো। প্রয়াত সাংবাদিক আবু ওমর সাথী, মরহুম ডাঃ কাওসার হোসেন, মরহম আব্দুর রশিদ মজুমদার, মরহুম আব্দুল্লাহ, মরহুম আবুল কালাম আজাদ, মরহুম রাইসুল ইসলাম আসাদ, মরহুম আবুবকর বিশ্বাস এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন। পরে ভেড়ামারা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাধারন সম্পাদক বাবলু মোস্তাফিজ, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, হেলাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, ওমর ফারুক, মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সহ-প্রচার সম্পাদক মঞ্জুর রাসেল ডলার, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মহন আলী, শিক্ষা ও ধর্মীয় সম্পাদক রোহানুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান চন্দন, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল কবির নবীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইখলাস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রুকাইয়া খাতুন, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, রফিকুল ইসলাম বকুল, চমন গাজী, মেহেদী হাসান জ্যাকি, রুমেল আলী, এসএম ফয়সাল প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য পূর্বাহ্ণে নবগঠিত কমিটির বৈধ কাগজপত্র দাখিলপূর্বক স্থানীয় প্রশাসনকে অবগত করে সুশীল সমাজ ও পাঠক মহলের সহযোগিতায় নিয়ম তান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনার নিমিত্তে ভেড়ামারা প্রেসক্লাবে নবগঠিত কমিটির এই প্রবেশকে সচেতন মহল সাদুবাদ জানিয়েছেন। উক্ত বৈধ কমিটির সুযোগ্য সভাপতি এবং সাধারন সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করান ভেড়ামারা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
Leave a Reply