কাগজ প্রতিবেদক ॥ বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে ৫ টার দিকে দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে উদয়নগর গ্রামের মধ্যে অভিযান পরিচালনা করে ভারতীয় ০৩ লিটার মদ, ১০(দশ) বোতল ফেন্সিডিল, ৫৫০(পাঁচশত পঞ্চাশ) গ্রাম গাঁজা, ১৭০(একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১(এক)টি মোটর সাইকেলসহ (টিভিএস-১১০ সিসি) (১) মোঃ সাইদুল ইসলাম(৩০), পিতা-মৃত ফাজিল মন্ডল, গ্রাম-উদয়নগর, ডাকঘর-চিলমারী, জেলা-কুষ্টিয়া এবং (২) মোহাম্মদ আব্দুল আউয়াল(৪৭), পিতা-মৃত আইন উদ্দিন মোল্লা, গ্রাম-কালিদাসখালী, ডাকঘর+থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয়কে আটক করে। এ সময় (১) মোঃ মোশারফ হাওলাদার(৪৫), পিতা-মৃত সুখা হাওলাদার, গ্রাম-আতারপাড়া (২) মোঃ মজন হাওলাদার (৪২), পিতা-মৃত-কালা হাওলাদার, গ্রাম-উদয়নগর এবং (৩) মোঃ হোসেন আলী(৩০), পিতা-মৃত হাবিল ব্যাপারী, গ্রাম- আতারপাড়া সকলের ডাকঘর-চিলমারী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া পালিয়ে যায়। আটককৃত মাদক ও মোটর সাইকেলের সিজার মূল্য প্রায় ২,৪৪,৪০০/-(দুই চুয়াল্লিশ হাজার চারশত) টাকা।
Leave a Reply