স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, পথ হারাবে না। প্রধানমন্ত্রী দেশকে বদলে দিতে অঙ্গীকার করেছিলেন। তাই তিনি সে আলোকে দেশ পরিচালনা করে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন।’
মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, ‘একসময় অনেকে সরকারের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা নিয়ে হাসাহাসি করতেন। সেদিন সরকার এই সিদ্ধান্ত না নিলে আজ দেশ অনেক পেছনে থাকতো। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার সঙ্গে সঙ্গে পুলিশ এসে দাঁড়াচ্ছে। প্রত্যন্ত চর কুকরিমুকরিতে বসে জনগণ ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসাসহ সব সেবা পাচ্ছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর। অতীতের মতো জঙ্গি, সহিংসতা, নাশকতার মতো মাদক ও সন্ত্রাস নির্মূল করা হবে। তাই যারা ফিরে আসবে না তাদের পরিণতি ভয়াবহ হবে। আর ফিরে এলে পুনর্বাসন করা হবে।’
তিনি বলেন, ‘সরকারিভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়; তাই সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।’
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসা ও সেবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১৬৫ নারী-পুরুষের মাঝে রিকশাভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করেন। তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।
এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী র্যাবের হেলিকপ্টার শহরতলির গোকুল এলাকায় পাঁচ তারকা হোটেল মম ইন হেলিপ্যাডে অবতরণ করে। তিনি সেখানকার কনভেনশন সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Leave a Reply