কাগজ প্রতিবেদক ॥ উদীচীর সাবেক সাধারণ সম্পাদক ও গণসঙ্গীত শিল্পী সমর রায় এবং নাট্য ও ক্রীয়া সংগঠক আলী আফরোজ পিনুর স্মরণে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শক্রবার সন্ধায় টেগর লজে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমান মজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সরওয়ার মূর্শেদ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সাহা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার, উদীচী কুষ্টিয়া শাখার সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক গোপা সরকার, সুন্দরম ললিতকলা একাডেমির পরিচালক কনক ছৌধুরী প্রমুখ। বক্তাগণ বলেন সমর রায় ও আলী আফরোজ পিনু আপাদমস্তক প্রগতিশীল মানুষ ছিলেন। কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মকান্ডকে বিকশিত করতে ও একটি অসাম্প্রদায়িক সমাজ বির্নিমাণে তাদের অবদান অবিস্মরণীয়। শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আকলিমা খাতুন ইরা। সমর রায় ও আলী আফরোজ পিনুর পরিবারের সদস্য ছাড়াও অনুষ্ঠানে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা উপস্থিত ছিলেন।
Leave a Reply