যশোরের যুবদল নেতা বদিউজ্জামান হত্যাকা-ে ‘বিএনপি নেতাদের জড়িত থাকার’ তথ্য উদঘাটন হলেও খুনের দায় আওয়ামী লীগের উপর চাপান হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “গত কয়েক দিন পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে বিবৃতি প্রদান করে যশোরের যুবদল নেতা হত্যাকা-ের দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছিলেন।
“অথচ বাদী পক্ষের দায়েরকৃত এজাহার, প্রাথমিক তদন্তে উদঘাটিত তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে, এই হত্যাকা-ে বিএনপিই জড়িত। বিএনপির সন্ত্রাসীরা এই হত্যাকা- সংঘটিত করেছে এবং এর কারণও তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার।“
শুক্রবার এক পাল্টা বিবৃতি দিয়ে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানন।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই বিবৃতিতে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক ‘হীন স্বার্থ’ মেটাতে ‘মিথ্যা’ তথ্য দিয়ে বন্ধুরাষ্ট্রগুলোকে ‘বিভ্রান্ত’ করে।
“পাশাপাশি দেশের জনগণকেও উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে,” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “বিএনপি কখনোই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না। জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে।ৃ ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।“
যশোরের যুবদল নেতা বদিউজ্জামান হত্যাকা-ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “এভাবেই কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত বা বিচারকে ব্যাহত বা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি নেতারা মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করে থাকেন। যখন তাদের অপপ্রয়াস ব্যর্থ হয়, তখনই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ধৃষ্টতা দেখায়। “
বিএনপির সমালোচনা করে কাদের তাদের শাসনামলের প্রসঙ্গে টানেন।
“দেশবাসী ভুলে যায়নি, বিএনপির আমলে কীভাবে আইনের ভুয়া ডিগ্রিধারী নেতাকে সর্বোচ্চ আদালতের বিচারপতি করে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল। নিজেদের দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে বিচারপতিদের বয়সসীমা বাড়ানো হয়েছিল। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন খুলে বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল শাসন কাঠামোকে নিয়ন্ত্রণ করা হত।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীদের উপর ‘হত্যা-খুন জেল-জুলুম এবং দমন-পীড়ন’ শুরু করেছিলেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু।“
এ ছাড়া পঁচাত্তরের ১৫ অগাস্টের পর ‘আইন’ করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রক্ষা, যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের ইতিহাস, দুই সহস্রাধিক মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যা, এবং খালেদা জিয়ার আমলে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনাও তুলে ধরা হয় কাদেরের বিবৃতিতে।
বিএনপি নেতাদের ‘ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক’ মানসিকতার ঘেরাটোপ থেকে বেরিয়ে জনকল্যাণকর রাজনীতি পথে আসার আসার আহ্বান জানান কাদের।
“আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাব, ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক মানসিকতার ঘেরাটোপ থেকে বেরিয়ে জনকল্যাণকর রাজনীতি পথে আসার।”
আওয়ামী লীগ ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর’ দাবি করে সরকারের সেতুমন্ত্রী কাদের বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার অপসংস্কৃতির চৌহদ্দি ডিঙিয়ে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে।”
Leave a Reply