কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষে মারুফ উল-আলম পিয়াস (৩০) ও তার শ্যালক সজিব (২৩) নামের দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২জন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ উল আলম পিয়াস পাবনা জেলার ঈশ^রদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে এবং সজিব মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আঃ হামিদের ছেলে। নিহতরা দুজন সম্পর্কে আপন শালা-দুলাভাই।
পুলিশ ও নিহত সজিবের চাচা মোঃ নাসির উদ্দিন জানান, আজ বিকেল ৪টার দিকে সজিব ও তার দুলাভাই পিয়াস মোটর সাইকেলযোগে আল্লারদর্গায় নানির বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দ্যোশে বাড়ি থেকে রওনা হয়ে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা- প্রাগপুর সড়কের হাওয়াখালি মাঠ এলাকায় পৌছলে বিপরিত মুখী একটি মোটর সাইকেলের সাথে মুখোমূখী সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলে থাকা ৪ জনই গুরুতর আহত হয়। স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াসের মৃত্যু হয়। অপর মোটর সাইকেলের দুই আরোহী চিকিৎসাধীন রয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবর রহমান সড়ক দুর্ঘটনায় সজিব ও পিয়াসের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান বর্তমানে তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের দাবীর পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ।
Leave a Reply